মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
ইয়াহু নিউজ এবং ইউগভ নামে একটি আন্তর্জাতিক মাকের্ট রিসার্চ এবং ডেটা অ্যানালিটিকস সংস্থার যৌথ সমীক্ষা রিপোর্টে দাবি, আমেরিকার ২৮ শতাংশ মানুষই এই ধারণায় বিশ্বাসী।
রিপাবলিকানদের মধ্যে ৪৪ শতাংশও একে সত্যি বলে মনে করেন।
অন্যদিকে, মা’র্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘ফক্স নিউজ’ এর ৫০ শতাংশ দর্শকই এতে সম্মতি দিয়েছেন।
যদিও এমএসএনবিসি নামের টেলিভিশন নেটওয়ার্কের ৬১ শতাংশ দর্শকই মনে করেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
এ বি’ষয়ে বিল গেটস বলেন, আমি কখনোই কোনো ধরনের মাইক্রোচিপ সংক্রান্ত বি’ষয়ের সঙ্গে জড়িত নই।
এ ধরনের বি’ষয়গুলো বিশ্বাস করাটাও মুশকিল। ব্যাপারটা এতটাই নির্বোধ আর অদ্ভুত।
ক’রোনা ভাই’রাসের প্রতিষেধক খোঁজার কাজে বরাবরই উদ্যোগী বিল গেটস। দুষ্ট প্রকৃতির লোক এগুলো ছড়াচ্ছে বলে তিনি জানান।
ইতিমধ্যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষেধক তৈরির কাজে ৩০ কোটি ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিজনেস ইনসাইডার খবর ক্রা’ইম রিপোর্টার ২৪.কমের।
Leave a Reply