শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:১৫ অপরাহ্ন
ক’রোনা ভাই’রাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আ’ক্রান্তের
সংখ্যা। তবে গতকালের চেয়ে আ’ক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃ’ত্যু’র সংখ্যা। আজ
সারাদেশে ক’রোনা রো’গী শনাক্ত হয়েছে ৬০০ জনের বেশি।
এই মধ্যে চলে আসছে ঈদুল ফিতর। এবারের ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থল না ছাড়ার
নির্দেশ দিয়েছে স্ব’রা’ষ্ট্র ম’ন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। শনিবার এ তথ্য নিশ্চিত করেন
স্ব’রা’ষ্ট্র ম’ন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নির্দেশনায় বলা হয়ছে,
সারাদেশে ক’রোনাভা’ইরাসে মো’কাবিলা এবং এর ব্যাপক বিস্তাররোধে অধিকতর
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স’রকার ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে ১৬ মে পর্যন্ত সাধারণ
ছুটি ঘোষণা করেছে। স’রকার ঘোষিত সাধারণ ছুটি চলার সময় মন্ত্রিপরিষদ বিভাগ ও জন
প্রশাসন ম’ন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে সুরক্ষা সেবা বিভাগের অধীন অধিদফতরসমূহ
এবং তাদের অধস্তন অফিসসমূহ সীমিত পরিসরে খোলা রাখার জন্য অনুরোধ করা
হলো।
আদেশে আরো বলা হয়, ছুটির সময় সুরক্ষা সেবা বিভাগের অধীন সব অধিদফতরের
কর্মকর্তা, কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্য বিভাগের নির্দেশমালা মেনে চলতে হবে। জরুরি
পরিষেবা যেমন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা
এ ছুটির বাইরে থাকবেন। ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল ছাড়তে পারবেন না।
Leave a Reply