বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
ক’রোনাভাই’রাসে আক্রা’ন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন প’রিস্থিতিতে বিপাকে পড়া ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে স’রকার।
চলতি মাসের ১২ তারিখে এই সহায়তা ‘দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
এজন্য বরাদ্দ হয়েছে সাড়ে ১২ শো কোটি টাকা। এর আওতায় এককালীন ২৫০০ টাকা করে পাবে তালিকাভুক্ত পরিবারগুলো ক’রোনাভাই’রাসের সং’ক্রমণ ঠে’কাতে টানা ছুটিতে বন্ধ অফিস-আ’দালত, ব্যবসা-বাণিজ্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে স’রকার।
এই পরিস্থিতিতে শ্রমের চাহিদা কমে যাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। ক’রোনা প’রিস্থিতিতে বিপাকে পড়া ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর পরি’প্রেক্ষিতে দুর্যো’গ ব্যব’স্থাপনা ও ত্রাণ ম’ন্ত্রণালয়, আইসিটি ম’ন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর
কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌ’থ উদ্যোগে তৈরি করা হয়েছে তালিকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তালিকাভুক্তদের ২৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
এদিকে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার সারাদেশে জন্য এরই মধ্যে ১৪ দফায় দু’র্যোগ ও ত্রাণ ম’ন্ত্রণালয় প্রায়
১ লাখ ৪৪ হাজার টন চাল ও প্রায় ৬২ কোটি টাকা বরা’দ্দ দিয়েছে। একই সঙ্গে শি’শু খাদ্যের সহায়তা হিসাবে সাত দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, খাদ্য সহায়তা হিসাবে চলতি মাসে আরো এক লাখ টন চাল বরাদ্দ হচ্ছে। জুন মাসে বরাদ্দ হবে আরও ২ লাখ টন চাল।
Leave a Reply