শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:৪৯ অপরাহ্ন
ক’রোনার কারণে গৃহব’ন্দি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে সময়টা বেশ ভালো কাটছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটিরই বহিঃপ্রকাশ ঘটছে।
কখনও আনুশকার সঙ্গে রান্না করছেন, কোনো সময় ফুলগাছে পানি দিচ্ছেন, আবার কখনও টিকটকে সময় দিচ্ছেন বিরাট। সহধর্মিণীর সঙ্গে এমন সুন্দর সময় কা’টাতে পেরে খুশি তিনি। তাই তার প্রতি আবারও ভালোবাসা প্রকাশ করলেন ভারতীয় ক্যাপ্টেন।
আনুশকার সঙ্গে ছবি পোস্ট করে টুইটে কোহলি লিখেছেন– তোমার ভালোবাসা আমার পৃথিবীতে আলো এনেছে। আমার প্রত্যেকটি দিন তুমিই আলোকিত করে রাখ। তোমাকে ভালোবাসি।
Leave a Reply