মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্যক্তিগত সমস্যা ও বি’ষণ্নতার কারণে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি তিনবার আত্মহ’ত্যা করতে চেয়েছিলেন।
শনিবার সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে শামি নিজেই এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। খবর আনন্দবাজার।
নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা তুলে এ পেসার বলেন, ২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পর ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে যন্ত্রণার। তখন প্রচণ্ড চা’পের মধ্যে ছিলাম।
‘এর পর যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিনবার আত্মহ’ত্যা করার কথাও ভেবেছিলাম।’
তবে লাইভে শামি ব্যক্তিগত সমস্যার বি’ষয়ে বিস্তারিত না বললেও দাম্পত্য জীবনে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার যে ঝামেলা হয়েছিল সেই ইঙ্গিত স্পষ্ট।
শামি লাইভে রোহিতকে বলেন, ‘ওই সময় আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকত। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেয়া হতো না। আমি মা’নসিকভাবে ভালো জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’
নিজের পরিবারকে ধন্যবাদ দিয়ে শামি বলেন, ‘আপনার পরিবার যদি পাশে থাকে, তা হলে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই সময় যদি আমার পরিবার সঙ্গে না থাকত, তা হলে হয়তো খা’রাপ কোনো কিছু করে বসতাম। পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’
প্রসঙ্গত পেশায় মডেল হাসিন জাহান আইপিএলে ‘চিয়ারলিডার’-এর কাজ করতেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় শামির। একসময় দুজনের প্রণয় হয়।
এর পর ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন শামি। তাদের সংসারে একটি কন্যাস’ন্তানও রয়েছে।
২০১৮ সালে স্বামীর বি’রুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, বধূ নি’র্যাতনসহ একাধিক অভিযোগ করেন হাসিন জাহান। এমনকি শামির ভাইয়ের বি’রুদ্ধেও ধ’র্ষণের অভিযোগ আনেন তিনি।
ভারতীয় দ’ণ্ডবিধির ৪৯৮-এ ধারায় শামি ও তার ভাইয়ের বি’রুদ্ধে মা’মলা হয়।
Leave a Reply