সোমবার, ২৩ মে ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের মূল্যায়ন করে তাদের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা এনামুল হক বিজয়, নাঈম ইসলামের মত ক্রিকেটারদের নিকট ভবিষ্যতে জাতীয় দলে খেলতে দেখতে চান তিনি।
বিজয় ও নাঈম দুজনেই একসময় জাতীয় দলের নিয়মিত পারফর্মার ছিলেন, যারা ফর্ম হারিয়ে দলে জায়গা হারান। তবে ব্যাট হাতে বিজয় ও নাঈম দুজনই ডিপিএলে অবিশ্বাস্য ফর্মে আছেন। মাশরাফি মনে করেন, রেই পারফর্মারদের মূল্যায়ন করলে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার প্রেরণা পাবেন অন্যরাও।
সেক্ষেত্রে বয়স কোনো বাধা হওয়া উচিৎ নয় বলে অভিমত মাশরাফির। তিনি বলেন, ‘এটা তো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট। এখানকার পারফরম্যান্স আমলে না নেওয়ার সুযোগ নেই। যারা পারফর্ম করছে ওদের মূল্যায়ন করা না হলে অন্যরাও প্রেরণা পাবে না। আমি নিশ্চিত, নির্বাচক-কোচরা ভাবছেন।’
নাঈম ইসলামকে টেস্ট দলে এবং বিজয়কে তিন ফরম্যাটের দলে ফেরানো যেতে পারে মনে করেন মাশরাফি। তার বিশ্বাস, চোখ ধাঁধানো পারফরম্যান্সে নির্বাচক প্যানেলের ভাবনায় জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার।
মাশরাফির ভাষায়, ‘বয়স কোনো বিষয় নয়। বয়সের কারণে নাঈম হয়ত একটু ব্যাকফুটে আছে। কিন্তু টেস্টে কেন নয়? ওর অভিজ্ঞতাও আছে। তাদের সুযোগ নেই এমন নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ না থাকলেও টেস্টে ওর ভালো সম্ভাবনা আছে। বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে, যেভাবে রান করছে। আমি তো মনে করি ওরা রাডারে আছে। ওদের কাজ পারফর্ম করা, করছে। আল্লাহ সহায় হলে অবশ্যই দলে আসবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
Leave a Reply