সোমবার, ২৩ মে ২০২২, ০৫:১৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় কন্ডিশন যেকোনো দেশের ব্যাটসম্যানদের জন্য বরাবরই কঠিন। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে খুব কম ব্যাটসম্যানই সাফল্য পেয়েছেন। তবে গতকাল বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় দেশে প্রথম ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
৩২৬ বলে ১৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন জয়। এশিয়ার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনশর বেশি বল খেলার কীর্তি গড়েছেন। রাহুল দ্রাবিড় ১৯৯৭ সালে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ৩৬২ বল খেলেছিলেন। টেন্ডুলকার ২০১১ সালে ১৪৬ রান করার জন্য খেলেছিলেন ৩১৪ বল।
এই ব্যাটসম্যানের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তালিকায় যোগ হয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া মাত্র চারজন ব্যাটসম্যান চারশ মিনিটের বেশি সময় ক্রিজে থেকেছেন। জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলছেন ৪৪২ মিনিটে। দ্রাবিড় ১৪৮ রান করেছিলেন ৫৪১ মিনিটে। টেন্ডুলকার ১৪৬ রান করতে ৪৬৫ মিনিট ক্রিজে থেকেছেন।
এছাড়া লোকেশ রাহুল ১২৩ রান করেছেন ৪০২ মিনিটে। এশিয়ার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন জয়। ১৯৯২ সালে ভারতের প্রবীন আমরো ১০৩ রান করেছিলেন। ২০০১ সালে শেবাগ করেছিলেন ১০৫ রান।
Leave a Reply