মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ন
আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে স্ত্রীর পাশে থাকতে মার্চে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। এরপর আইপিএল খেলতে এপ্রিলের শ্রীলঙ্কা সফর থেকেও সরে দাঁড়ানোর সি’দ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে মে তে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন সাকিব।
বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। মে মাসের মাঝামাঝি সময়ে লষ্কানরা অবস্থান করবে বাংলাদেশ। এরপর মাসের শেষ দিকে শুরু হবে সিরিজ। তখন আইপিএল চললেও বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি জানান, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। মে মাসেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আন্তর্জাতিক ক্রিকে’টের বিরতি কাটিয়ে এই সিরিজে খেলবেন সাকিব। যদিও ৩০ মে পর্যন্ত চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
এক বছরের নি’ষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি।
এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুইবার চ্যাম্পিয়নশিপ জেতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার সেই দলের হয়ে খেলবেন তিনি।
অধিনায়কের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন মৌসুম সামনেই। ক’রোনার কারণে গত বছর দুবাইয়ে আইপিএল অনুষ্ঠিত হলেও এবার দেশের মাটিতেই হবে আয়োজন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে আটজন নতুন ক্রিকেটারকে দলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নিলামের টেবিলে কেকেআরের পক্ষে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মে’য়ে জাহ্নবী।
নিজের টুইটারে সে ছবি শেয়ার করেছেন জুহি চাওলা নিজেই।চলুন দেখে নেওয়া যাক মিনি নিলামে যাদের দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স-
সাকিব আল হাসান: ৩ কোটি ২০ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর। এর আগেও সাকিব দুই মৌসুম এ দলে খেলেছেন।
হারভাজন সিং: ২ কোটি ভারতীয় রুপিতে হারভাজন সিংকে দলে নিয়েছে কেকেআর। প্রথম দফায় অবিক্রিত ছিলেন হারভাজন। পরে তাকে টেনেছে কেকেআর।
বেন কাটিং: ৭৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
করুণ নায়ার ও পবন নেগি: ভারতীয় এ দুই ক্রিকেটারকে দলে পেতে কলকাতা নাইট রাইডার্সকে গুনতে হয়েছে আলাদা করে ৫০ লাখ রুপি।
শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা: প্রত্যেককে আলাদা ভাবে ২০ লাখ রুপি দরে এই তিন খেলোয়াড়কে দলে পেয়েছে শাহরুখ খানের দল। তিনজনের জন্য মোট ব্যায় হবে ৬০ লাখ রুপি।
এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর। জানা গেছে, এবার আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভো।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসরকে সামনে রেখে নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স পাঁচজন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে। আর আগের ১৭ জনকে স্কোয়াডে ধরে রেখেছে।
আর ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ২০২১ আইপিএলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। এক টুইট বার্তায় বি’ষয়টি নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ।
চুড়ান্ত স্কোয়াডঃ রিটেইন ক্রিকেটার: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিংকু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মরগান (সি), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চ’ক্রবর্তী।
নিলাম থেকে-সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ভাইভাব আরোরা, করুন নায়ার, হরভজন সিং, ভেঙ্কাতেস আইয়ার, পবন নেগী, বেন কাটিং, টিম সেইফার্ট।
Leave a Reply