মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৪০ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অনুশীলনের সময় চোট পাওয়া মোসাদ্দেক প্রথম ম্যাচে থাকছেন না টাইগার একাদশে।
তবে এবার আরও বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের পুরনো ইনজুরি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে প্রথম ওয়ানডেতে তার খেলা এখন অনি
শ্চিত।
টাইগারদের এই সফরের শুরুতে নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন। উইলিয়ামসনের পর সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হয়েছে রস টেলরের নাম।
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। এই দুই ক্রিকেটারের ইনজুরির খবর বাংলাদেশ দলের জন্য ভালো হলেও মোসাদ্দেক হোসেনের পর তামিমের ছিটকে যাওয়া যেন ম’রা উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে টাইগারদের জন্য।
মূ’ল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন। যেখানে অনুপস্থিত ছিলেন তামিম। ১৬ই মার্চের ওই ম্যাচের পর জানা গিয়েছে তামিমের পুরনো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি আবারও বেড়েছে। ফলে প্রথম ওয়ানডেতে তামিমের থাকা এক প্রকার অনিশ্চিত।
দেশসেরা এই ওপেনার দলের হয়ে মাঠে নামবেন কিনা সেই সি’দ্ধান্ত অবশ্য তার উপরেই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন তামিমের আ’ঘাত গু’রুতর নয়।
জালাল ইউনুসের ভাষ্য, ‘’আমি মনে করি সে(তামিম) বেশ দ্রু’ত উন্নতি করছে এবং এমআরআই রিপোর্টেও জানা গেছে আ’ঘাত গু’রুতর নয়। তবে সে এখনও কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং আগামীকাল (আজ) অনুশীলন শুরু করার পরেই সে তার অবস্থান বুঝতে পারবে।‘’
২০ই মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিমের থাকা প্রস’ঙ্গে জালাল ইউনুস আরও বলেন, ‘’আমি মনে করি তার নিজেরই সি’দ্ধান্ত নিতে হবে (আসন্ন ওয়ানডেতে অংশ নেওয়া প্রস’ঙ্গে) কেননা, তার শা’রীরিক অবস্থার বিচার করা জন্য সে নিজেই সেরা ব্যক্তি।‘’
এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল/নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্ম’দ মিঠুন, সৌম্য স’রকার, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্ম’দ সাইফুদ্দিন।
Leave a Reply