শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৯:০৬ অপরাহ্ন
পুত্র স’ন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। সোমবার(১৫ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের ৩য় স’ন্তান।
সাকিবের প্রথম ২ স’ন্তান মে’য়ে হলেও এবার তিনি পুত্র স’ন্তানের বাবা হয়েছেন। ন’বজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন।
সাকিব বর্তমানে পরিবারের স’ঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। স’ন্তানের জ’ন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের স’ঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
তৃতীয় স’ন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব- এটা পুরনো খবর। যে কারণে তিনি নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন এবং স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে স’ঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
অবশেষে সু’খবর মিলল যুক্তরাষ্ট্র থেকে। দুই কন্যার পর এবার পুত্র স’ন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কে’টে গেছে ৮টি বছর।
এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন স’ন্তান। আগের দু’জন ছিল কন্যা স’ন্তান।বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জ’ন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা স’ন্তান ইরাম হাসান।
তৃতীয় স’ন্তান ঘরে আসতে আর বেশি বিলম্ব হলো না। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় স’ন্তান আগমনের সু’খবর শুনিয়েছিলেন সাকিব। এর মাঝে দেশে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার জন্য। সিরিজের মাঝপথেই আ’ক্রান্ত হন ইনজুরির।
তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় স’ন্তান এবং সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তিনি।অবশেষে আজ তৃতীয় এবং প্রথম পুত্র স’ন্তানের বাবা হলেন তিনি। জানা গেছে, স’ন্তান ভূমিষ্টের পর ভালো আছেন মা-ছেলে।
Leave a Reply