শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৯:২০ অপরাহ্ন
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ লিজেন্ডস। আগের দুই ম্যাচে ব্যাটিং দিয়ে ম্যাচ শুরু করলেও এই ম্যাচে আগে বোলিং করবে মোহাম্ম’দ রফিকের দল।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকে’টে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হারায় ৯ উইকে’টে। এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবেন রফিক-রাজ্জাকরা।
এই ম্যাচে দুই দলের একাদশে এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন মেহরাব হোসেন অপি, বাদ পড়েছেন নাফিস ইকবাল। শ্রীলঙ্কার একাদশে সুযোগ পেয়েছেন দুলাঞ্জনা উইজেসিংহে। বিশ্রামের কারণে একাদশে নেই রঙ্গনা হেরাথ। একনজরে দুই দলের একাদশ
শ্রীলঙ্কা লিজেন্ডস : তিলকরত্নে দিলশান, সনাথ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, চামা’রা সিলভা, মালিন্দা ওয়ারনাপুরা, চিন্থাকা জয়াসিংহে, রাসেল আরনোল্ড, দুলাঞ্জনা উইজেসিংহে, নুয়ান কুলাসেকারা, অজন্তা মেন্ডিস ও ধাম্মিকা প্রসাদ।
বাংলাদেশ লিজেন্ডস : নাজিমউদ্দিন, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, হান্নান স’রকার, রাজিন সালেহ, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান, মোহাম্ম’দ রফিক, মোহাম্ম’দ শরীফ, আলমগীর কবির ও আব্দুর রাজ্জাক।
Leave a Reply