শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:১৩ অপরাহ্ন
এবার পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশের সময়। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসির ফলাফল প্রদান করার কথা থাকলেও সেটা নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। ফলে ডিসেম্বরের মধ্যে সম্ভব হচ্ছে না এইচএসসির ফল প্রদান।
এইচএসসি সমমানের ফল প্রকাশ করতে বেশ তোড়জোড় দেখা গিয়েছিল দেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে। বেশ কয়েক দফা বৈঠক শেষে ফলাফল প্রদানের সময় হিসেবে বেছে নেয়া হপয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহকে।
ফলাফল তৈরির জন্য বেশ কাঠখড় পু’ড়িয়ে তৈরি করা হয়েছিল একটি নীতিমালাও। তবে সেই নিতিমালা গ্রহন করেনি শিক্ষা ম’ন্ত্রণালয়। তাই নতুন করে নিতিমালা তৈরি করে তারপর ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ম’হামা’রী ক’রোনা ভাই’রাসের প্রকো’পের কারনে চলতি শিক্ষাবর্ষে বাতিল করা হয়েছিলে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা বাতিল হওয়ায় কিভাবে শিক্ষার্থীদের মূ’ল্যায়ন করা হবে তা নিয়ে জটিলতার কথা জানা গিয়েছিল আগেই।
অটোপাস দেয়ার ক্ষেত্রে কীভাবে ফলাফল তৈরি করা হবে সে ব্যাপারে সি’দ্ধান্ত নিতে শিক্ষা ম’ন্ত্রণালয়ের একজন অতিরিক্ত স’চিবের সমন্বয়ে আট সদস্যের গ্রেড মূ’ল্যায়ন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।
এই কমিটি অবশ্য হাত গুটিয়ে বসে ছিল না। ফলাফল প্রদানের জন্য বেশ দ্রু’ত গতিতে তৈরি করেছিল একটি নীতিমালা। সেই নীতিমালা অনুযায়ী শিক্ষা ম’ন্ত্রণালয়ে টেকনিক্যাল কমিটি প্রস্তাবে জানিয়েছিল, জেএসসি পরীক্ষার ফলে ২৫ শতাংশ এবং এসএসসি পরীক্ষার ফলে ৭৫ শতাংশ নম্বর মূ’ল্যায়ন করা হবে।
তবে যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে এসএসসির ফলকে কেন্দ্র করে নম্বর নির্ধারণ করা হবে। বি’ষয়ভিত্তিক উন্নতির ক্ষেত্রে আগের ক্লাসের সেই বি’ষয়ের ফল মূ’ল্যায়ন করা হবে। আগের দুই পরীক্ষায় জিপিএ-৫ পেলেও বি’ষয়ভিত্তিক সর্বোচ্চ নম্বর না থাকলে সে ক্ষেত্রে এইচএসসিতে জিপিএ-৫ থেকে অনেকে পিছিয়ে পড়তে পারে।
তবে এমন প্রস্তাব শিক্ষা ম’ন্ত্রণালয় থেকে গ্রহন না করার কারনে জানুয়ারির মাঝামাঝি সময়ে এইচএসসির ফলাফল প্রদান করা হতে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply