শুক্রবার, ০১ Jul ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
প্রায় এক মাসের লড়াই। নানা চড়াই-উতরাই, রোমাঞ্চ পেরিয়ে সমাপ্তির পথে বঙ্গবন্ধু টি-২০ কাপ। শিরোপা নির্ধারণী রুদ্ধশ্বাস ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ’টি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামকে ৪৭ রানে হা’রিয়ে ফাইনালে উঠেছিল খুলনা। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকে’টে হা’রিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এই টুর্নামেন্টে খুলনা ও চট্টগ্রামের মধ্যে এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে। এর মধ্যে খুলনা জয় পায় এক ম্যাচে। চট্টগ্রাম জয় পায় দুই ম্যাচে।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছে চট্টগ্রাম। লিগ পর্বে তারা মাত্র এক ম্যাচে হারে। অনেকে মনে করছেন, তারুণ্য নির্ভর এই দলটিই জিততে পারে শিরোপা। তবে, খুলনাকেও পিছিয়ে রাখা যাচ্ছে না।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বিধ্বং’সী ব্যাটিং করে খুলনা। বোলাররাও দুর্দান্ত বোলিং করেন। মাশরাফি নেন ৫ উইকেট। ম্যাচ’টিতে প্রথমে ব্যাট করে খুলনা করেছিল ২১০ রান। পরে চট্টগ্রাম ১৬৩ রানে অলআউট হয়ে যায়।
এদিকে খুলনার জন্যে দুঃসংবাদ, চট্টগ্রামের জন্যে সুসংবাদ! ফাইনাল ম্যাচ’টি পারিবারিক কারণে খেলবেন না সাকিব আল হাসান। সেক্ষেত্রে খুলনার কাছে বড় প্রশ্ন, সাকিবের বদলি হিসেবে খেলবেন কে।
এমনিতেও শহিদুল ইসলামকে আগেই হা’রিয়ে ফে’লেছে তারা। অলরাউন্ডার হিসেবে অপশন সালমান খেলেননি এক ম্যাচও। সেক্ষেত্রে ব্যাটসম্যান বিজয় বা স্পিনার অপু, এ দুই অপশনের দিকে যেতে পারে তারা।
অপরদিকে স্পিন আ’ক্রমণ, আর অলরাউন্ডার, চট্টগ্রামের মেলাতে হবে এ কম্বিনেশন। জিয়াউর না খেললে স্পিনে রাকিবুল নাকি সনজিত, নাকি সৈকত আলিকে বাদ দিয়ে এ দুজনই?
জেমকন খুলনার সম্ভাব্য একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শুভাগত হোম, হাসান মাহমুদ, জাকির হাসান, জহুরুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক বিজয়/নাজমুল ইসলাম অপু
গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ:
মোহাম্ম’দ মিঠুন (অধিনায়ক), সৌম্য স’রকার, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরি, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, রাকিবুল হাসান, সৈকত আলি/সনজিত সাহা
Leave a Reply