বুধবার, ২৯ Jun ২০২২, ১০:০১ অপরাহ্ন
দেশের প্রত্যেকে মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর৪ আসনের সং’সদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ (শনিবার) বিকালে রাজধানীর শাহবাগ প্রজ’ন্ম চত্ত্বরে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জ’ঙ্গিবাদ ও মৌলবাদ বি’রোধী সমাবেশে তিনি এই কথা বলেন।
মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি থানা পর্যায়ের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দিন।
গ’র্ভনিং বডির নির্বাচিত সদস্যদের মাধ্যমে মাদ্রাসা চালান। এইসব অর্থ কোথা থেকে আসে তা আমরা দেখতে চাই।
তিনি মাওলানা মামুনুল হককে ‘মমিনুল হক’ উল্লেখ করে বলেন, মমিনুল হকের মত রাজাকারের স’ন্তানরা জ’ঙ্গীদের বিদেশি বা পাকিস্তানি অর্থ কিভাবে পায়?
সেই টাকার উৎস কি, তা স’রকারকে খোঁজে বের করতে হবে। তাদেরকে তাদের দেশে পাঠাতে হবে। ভিডিও দেখতে ক্লিক করুন।
ঘৃ’ণা-জ’ঙ্গি’বাদ-উ’ত্তেজনা ছড়ানো ছাড়া এসব হু’জুরের কাজ নেই!
ঘৃ’ণা, জ’ঙ্গি’বাদ ও উ’ত্তে’জনা ছ’ড়ানো ছাড়া এক শ্রে’ণির হু’জুরের কোনো কাজ নেই। তারা ও’য়াজ করার সময় শুধু ‘জা’ম্প’ করে। তারা সিং’হাসনে বসে এই বি’দ্বে’ষ ছ’ড়া’চ্ছেন অথচ মহানবী (স.) মেমবারের সি’ড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন।
শনিবার ঢাকায় বঙ্গ’বন্ধু সম্মেলন কেন্দ্রে বিসিএসের সব ক্যা’ডা’রদের স’রকারি ক’র্ম’কর্তা ফোরাম সমাবেশে আইজিপি ড. বেনজীর আহমেদ এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, স্বা’ধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক- ‘নো বডি ক্যান টাচ দেম’।
আমরা তাদের মো’কাবিলা করবো। বঙ্গ’বন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ও’পর হা’ম’লা সংবিধানের ও রাষ্ট্রের ও’পর হা’ম’লা। রাষ্ট্র অ’বশ্যই বি’ধি’বিধান অনু’যায়ী ক’ঠো’র হ’স্তে মো’কা’বিলা করবে। এছাড়াও প্র’তিবাদ সমাবেশে প্র’ধানমন্ত্রীর মুখ্যস’চিব আহম’দ কায়কাউস বলেন,
আমরা উ’নত্রি’শটি ক্যা’ডার সা’র্ভিসের সবাই আজ অ’ঙ্গীকার করছি যে জাতির পিতার অসম্মান আমরা হতে দিবো না। জয় বাংলা আমাদের মু’ক্তি’যু’দ্ধে’র শ্লো’গান। আমরা সবাই কেনো ব’ক্তৃ’তার শেষে জয় বাংলা বলবো না। আশা করি আজ থেকেই শুরু করবো এবং প্রয়োজনে স’রকারের অ’নুমতি নিবো।
এ সময় বিসিএস কর অ্যা’সো’সিয়েশনের মহাস’চিব ফজলে হায়াত কায়সার বলেন, বঙ্গবন্ধুর জ’ন্ম না হলে বাংলাদেশ হতো না, আর বাংলাদেশ না হলে এত ক্যা’ডার সা’র্ভিস হতো না। ভা’স্কর্য যারা ভে’ঙ্গেছে তারা দেশ’বি’রো’ধী, তাদের দৃ’ষ্টা’ন্ত’মূ’লক শা’স্তি দা’বি করছি।
Leave a Reply