বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হা’মলাকারীদের সমূ’লে উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আজ রোববার সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বেগম আমেনা রওশন মাদ্রাসা মাঠে তিনি এ মন্তব্য করেন,
এ সময় নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার আলেম-ওলামাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এনামুল হক শামীম।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘জাতির পিতার ভাস্কর্যের ও’পর এই হা’মলা, বাংলাদেশ ও মুক্তিযু’দ্ধের চেতনার ও’পর আ’ঘাত। এই হা’মলাকারীরা ৭১ ও ৭৫ এর পরাজিত শ’ক্তি। এ হা’মলা উ’গ্র মৌলবা’দী সা’ম্প্রদায়িক গোষ্ঠীর হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার একটি অপপ্রয়াস।
৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযু’দ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রা’ণিত আপামর জনতা এই অপশ’ক্তিকে প্রতিহত করবে। আর এই হা’মলাকারীদের সমূ’লে উৎপাটন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরে এই মৌলবা’দী অপশ’ক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে। এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সা’ম্প্রদায়িক উ’গ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। মহান মুক্তিযু’দ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই মুক্তিযু’দ্ধ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’
বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জে’লা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জে’লা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক,
ভেদরগঞ্জ উপজে’লা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জে’লা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বি’ষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক স’রকার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার প্রমূখ।
Leave a Reply