মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন
জাতীয় যুব দিবস উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের মন মা’নসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।
বাংলাদেশ গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলব। এই বয়সটাই কাজের বয়স, মেধা বিকাশের বয়স। আমরা আওয়ামী লীগ যখন ক্ষ’মতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জো’র দিয়েছি। আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা তরুণ যুবক তারাই।
শেখ হাসিনা বলেন, আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই। সেই ধরনের মন মা’নসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না।
শেখ হাসিনা বলেন, ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে সেটা আমি জানি। যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, সার্টিফিকেট নেই, স্বীকৃতি নেই, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আপনি কী করেন? যদি বলে ফ্রিল্যান্সার অনেকেই বুঝতেই পারে না ব্যাপারটা কী। কেউ হয়তো এটার স্বীকৃতি দেয় না।
সমাজে ফ্রিল্যান্সিংয়ের স্বীকৃতি প্রস’ঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্রিল্যান্সিং যারা করেন তারা যেন একটা সার্টিফিকেট পান স্বীকৃতি পান, সে বি’ষয়ে আমরা আমাদের সজীব ওয়াজেদ জয়ের স’ঙ্গে কথা বলেছি। আমাদের আইসিটি মন্ত্রণালয় সে বি’ষয়ে কাজ করছে।’ তিনি বলেন, ‘বিয়ের বাজারেও ছেলে ফ্রিল্যান্সিং করে বললে বলে সেটা আবার কী?
আমি এখানে মেয়ে বিয়ে দেব কেন? অনেক ক্ষেত্রে স্কুল- কলেজে ভর্তি নিতে চায় না। বলে, আপনার আয় তো নি’য়মিত নয়। আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের মন মা’নসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সজীব ওয়াজেদ জয়ের (প্রধানমন্ত্রীর ছেলে এবং ত’থ্য ও যোগাযোগ প্রযুক্তিবি’ষয়ক উপদেষ্টা) স’ঙ্গে আলাপ-আলোচনা করে আমাদের আইসিটি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমাদের যুব মন্ত্রণালয়ও উদ্যোগ নিয়েছে। যারা এ ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে তারা যেন একটা স্বীকৃতি পায়। সনদ পায় বা একটি সার্টিফিকেট তাদের হাতে থাকে।
Leave a Reply