শনিবার, ১০ এপ্রিল ২০২১, ০৮:০২ অপরাহ্ন
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া কথা রয়েছে বাংলাদেশের। তবে কোয়ারেন্টাইন ও প্রস্তুতি মিলিয়ে দু’দলের এই সিরিজ শুরু হতে সময় লাগতে পারে নভেম্বর পযর্ন্ত।
এক্ষেত্রে অবশ্য সাকিব আল হাসানকে দলে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ ২৮ অক্টোবর শেষ হচ্ছে দেশ সেরা অলরাউন্ডারের এক বছরের নি’ষেধাজ্ঞা।
বাঁ-হাতি এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সফরে পাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন হাবিবুল বাশার সুমনও।
তিনি বলেন, ‘সাকিবের দলে থাকা’টা সবসময় বড় একটা সুবিধা আমাদের জন্য। আমরা তাকে মিস করেছি। তবে খুব বেশি মিস করতে হলো না, মন্দের ভালো আর কি। সাকিবের দলে থাকা’টা অনেক বড় সুবিধা, আমরা একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলতে পারি,
একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারি আবার একজন বোলার বেশি খেলাতে পারি।’ বাশার আরও বলেন, ‘গত তিন-চারটা টেস্ট ম্যাচে আমাদের রেজাল্ট ভালো না হওয়ার পেছনে বড় কারণ ছিল আমাদের সেরা তিন খেলোয়াড়কে একস’ঙ্গে পাইনি। সাকিবকে আমরা তিন ম্যাচে পাইনি, তামিমকে দুইটা টেস্টে পাইনি, মুশফিককে পাকিস্তানে পাইনি। আমাদের কম্বিনেশনটা শেষ চারটা ম্যাচে এক হচ্ছিল না। সাকিব ফিরে আসাতে আশা করি আমরা পূর্ণ শ’ক্তি নিয়ে খেলতে পারবো।’
Leave a Reply