বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:১৪ অপরাহ্ন
করোনায় ম্লান আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মুখে মাস্ক আর শারীরিক দূরত্ব বজায় রেখে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুন) এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে একে একে যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জাতির জনকের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক শক্তি ও উন্নয়নকে বাধাগ্রস্তকারীদের মোকাবিলা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ।
এ সময় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাকে জয় করে আবারও গণমানুষের জীবনকে নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply